• Aug 10 2023 - 08:17
  • 49
  • : Less than one minute

জৈব ওষুধ উৎপাদনে বিশ্বে শীর্ষ ৫ দেশের মধ্যে ইরান

ইরান বায়োফার্মাসিউটিক্যালস উৎপাদনে বিশ্বের শীর্ষ ৫টি দেশের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) চেয়ারম্যান হায়দার মোহাম্মাদি।

ইরান বায়োফার্মাসিউটিক্যালস উৎপাদনে বিশ্বের শীর্ষ ৫টি দেশের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) চেয়ারম্যান হায়দার মোহাম্মাদি।শনিবার ফার্মাসিউটিক্যাল ইনোভেশন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
ইরানের বায়োলজিক্যাল ইন্ডাস্ট্রি এই ক্ষেত্রে সফল ফার্ম উল্লেখ করে মোহাম্মাদি বলেন, ক্যানসার, এমএস এবং বিরল রোগে আক্রান্ত বিশেষ রোগীদের ওষুধ দেশেই উৎপাদিত হয় এবং প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়। তিনি আরও বলেন, জৈবপ্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতিতে অনেক দেশ বিস্মিত। সূত্র: মেহর নিউজ।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: