জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে: ইরান
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সন্ত্রাসবাদ প্রতিহত করার সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে সকল দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সন্ত্রাসবাদ প্রতিহত করার সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে সকল দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা। তেহরান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট।
তিনি এমন সময় তুর্কি মন্ত্রীকে একথা বললেন যখন সন্ত্রাসবিরোধী অভিযানের নামে সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে তুরস্ক।
বৈঠকে রায়িসি বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধের ক্ষেত্রে যেকোনো দেশের গোটা অংশের ওপর সেই দেশের সরকারের সার্বভৌম ক্ষমতা মেনে নিতে হবে।
বৈঠকে ইরান ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সাদৃশ্যের প্রতি ইঙ্গিত করেন প্রেসিডেন্ট রায়িসি। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দায়িত্ব পালনের নতুন সময়ে তেহরান-আঙ্কারা সম্পর্ক আগের চেয়ে বেশি শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান ইরানের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যকে ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
গত জুন মাসে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান পুনর্নির্বাচিত হওয়ার পর হাকান ফিদানকে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর এই প্রথম ফিদান ইরান সফরে এলেন।#
পার্সটুডে
.