জাতীয় জাদুঘরের মহাপরিচালকের সাথে ইরানি কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ
বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা ও মতিবিনিময় হয়। এ সময় ইরানি কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বলেন, বাংলাদেশ এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র।সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে দেশটির উন্নয়ন ও অগ্রগতি চোখে পড়ার মতো। তিনি বলেন, বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের। দেশদুটির সংস্কৃতির অনেক ক্ষেত্রেই অভিন্নতা রয়েছে। ইরানি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি এদেশের মানুষ হৃদয়ে ধারণ করে। আমরা চাই দু’দেশের এই চমৎকার সম্পর্ককে আরো সুদৃঢ় করতে।
এসময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে যে কতো মিল রয়েছে তার বড় প্রমাণ আমাদের কথাবার্তাতেই পাওয়া যায়।আমরা দৈনন্দিন কথাবার্তায় যেসব শব্দ ব্যবহার করছি তার মধ্যে অনেক শব্দই উভয় দেশের মানুষ ব্যবহার করে থাকে। তিনি বলেন, ইরান সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটি ব্যাপক অগ্রগতি সাধন করেছে। দেশটির সাথে সহযোগিতা আরো জোরদারের ব্যাপারে বাংলাদেশ সরকার যথেষ্ট আন্তরিক।
মোঃ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরে ইরান কর্ণার রয়েছে যা ইরানের সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। আরো নতুন নতুন নিদর্শন দিয়ে ইরান কর্ণারকে আরো সমৃদ্ধ করার জন্য তিনি ইরানি কালচারাল কাউন্সেলরের প্রতি আহবান জানান। এসময় ইরানি কালচারাল কাউন্সেলর বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইরান কর্ণারকে আরো সমৃদ্ধ করার জন্য তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
.