• Oct 27 2022 - 11:20
  • 94
  • : Less than one minute

ছয় মাসে ইরানের ফারসে ৪৬ হাজার বিদেশি পর্যটক

চলতি ইরানি ক্যালেন্ডার বছর ১৪০১ সালের প্রথমার্ধে (২১ মার্চ থেকে যা শুরু হয়েছে) মোট ৪৬ হাজার ৩৭২ জন বিদেশী পর্যটক ফারস প্রদেশ ভ্রমণ করেছেন।

চলতি ইরানি ক্যালেন্ডার বছর ১৪০১ সালের প্রথমার্ধে (২১ মার্চ থেকে যা শুরু হয়েছে) মোট ৪৬ হাজার ৩৭২ জন বিদেশী পর্যটক ফারস প্রদেশ ভ্রমণ করেছেন। প্রাদেশিক পর্যটন প্রধান সৈয়দ মোয়ায়েদ মোহসেন-নেজাদ মঙ্গলবার এই তথ্য জানান।তিনি আরও জানান, উল্লিখিত সময়ে ৩৫ লক্ষাধিক দেশীয় পর্যটক দক্ষিণ প্রদেশটি ভ্রমণ করেছেন।জুলাই মাসে ইরানের উপ-পর্যটন মন্ত্রী আলী-আসগর শালবাফিয়ান জানান, বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে প্রায় ৭ লাখ ১৫ হাজার বিদেশী ভ্রমণকারী ইরানে এসেছেন। চলতি বছরের প্রথম তিন মাসে ইরাক, তুরস্ক, আজারবাইজান, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে মোট ৭ লাখ ১৫ হাজার ৫১৯ জন বিদেশী ভ্রমণকারী ইরানে গিয়েছিলেন। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: