• Jan 21 2025 - 09:25
  • 24
  • : Less than one minute

চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরকান্দি বলেছেন, চিকিৎসা নীতিশাস্ত্রের গবেষণার ক্ষেত্রে দেশটি মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রথম স্থানে রয়েছে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরকান্দি বলেছেন, চিকিৎসা নীতিশাস্ত্রের গবেষণার ক্ষেত্রে দেশটি মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রথম স্থানে রয়েছে। চিকিৎসা অনুষদ এবং গবেষণা কেন্দ্রগুলি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান তিনি।

মঙ্গলবার তেহরানে ১১তম বার্ষিক ইরানি চিকিৎসা নীতিশাস্ত্র কংগ্রেস এবং ৮ম নার্সিং নীতিশাস্ত্র কংগ্রেসে বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান। এসময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা নীতিশাস্ত্রের নিয়ম অনুসরণের গুরুত্বের উপর জোর দেন।

মন্ত্রণালয়ের পরিকল্পনা বিস্তারিত তুলে ধরে জাফরকান্দি বলেন, তিনি পারিবারিক চিকিৎসক প্রোগ্রাম অনুসরণকে অগ্রাধিকার দেন যা সকল রোগীর জন্য ন্যায্য পরিষেবা প্রদান করতে পারে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: