• Jul 31 2022 - 15:49
  • 92
  • : Less than one minute

চার মাসে আমিরাতে ২.২ বিলিয়ন ডলারের রপ্তানি ইরানের

ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (২১ মার্চ-২২ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২ দশমিক ২৬৪ বিলিয়ন ডলার মূল্যের তেল বহির্ভূত পণ্য রপ্তানি করেছে।

ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (২১ মার্চ-২২ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২ দশমিক ২৬৪ বিলিয়ন ডলার মূল্যের তেল বহির্ভূত পণ্য রপ্তানি করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে।আইআরআইসিএ এর তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত ছিল চার মাসের মধ্যে ইরানের তৃতীয় প্রধান রপ্তানি গন্তব্য। ইরানও চলতি বছরের প্রথম চার মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে ৪.৮৭৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। উল্লেখিত সময়ে সংযুক্ত আরব আমিরাত ছিল ইরানের আমদানির শীর্ষ উৎস। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: