ঘানায় শাখা খুলবে ইরানি মেডিকেল ইউনিভার্সিটি
ঘানায় শাখা খুলবে ইরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স (আইইউএমএস)।
ঘানায় শাখা খুলবে ইরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স (আইইউএমএস)। শনিবার তেহরানে আইইউএমএস এবং ঘানা টারশিয়ারি এডুকেশন কমিশন (জিটিইসি) এর কর্মকর্তারা ঘানায় আইইউএমএস এর শাখা স্থাপন চূড়ান্ত করতে একটি বৈঠক করেছেন।
বৈঠকে আইইউএমএস প্রেসিডেন্ট আবদোলরেজা পাজোকি, জিটিইসি সংস্থার প্রধান মোহাম্মদ সালিফু, ঘানার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহিরাগত স্বাস্থ্য সহযোগিতার পরিচালক হাফিজ আদম তাহের এবং তামালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আল-হাসান এমিল আব্দুলাই দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতার ক্ষমতা নিয়ে আলোচনা করেছেন। খবর মেহর নিউজের।
পাজোকি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আইইউএমএস-এর অবস্থানের কথা উল্লেখ করে ঘানায় ল্যাপারোস্কোপির বিশেষ ক্ষেত্রে একটি মেডিকেল টিম পাঠানোর মাধ্যমে দেশটির সাথে সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন।
সূত্র: তেহরান টাইমস
.