গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার এখন তেহরানে
ইরানের জ্বালানি খাতের বড় প্রজেক্টগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার ইরান সফরে এসেছেন।
ইরানের জ্বালানি খাতের বড় প্রজেক্টগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার ইরান সফরে এসেছেন। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে প্রবেশ করেই ইরানের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়ে বলেছে, ইরানের তেল ও গ্যাস খাতের প্রজেক্টগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি রোডম্যাপ প্রস্তুত করতে মিলার তেহরান সফরে এসেছেন। সফরে গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বা তার কোনো সিনিয়র ডেপুটির সঙ্গে কথা বলবেন।
তেহরানের উদ্দেশ্যে মস্কো ত্যাগের আগে মিলার রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে সাক্ষাৎ করেন।
ইরানের তেল ও গ্যাস খাতে সহযোগিতার জন্য গ্যাসপ্রম গত বছর ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসি’র সঙ্গে ৪০ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক সই করে। ইরানের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সমঝোতা স্মারক অনুযায়ী গ্যাসপ্রম ইরানের ছয়টি তেল ও দু’টি গ্যাস ক্ষেত্র উন্নয়নে কাজ করবে। এছাড়া, রাশিয়ার সঙ্গে জ্বালানি বিনিময় চুক্তি অনুযায়ী ইরান নিজের ভূমির উপর দিয়ে রাশিয়ার গ্যাস রপ্তানি করার অনুমতি প্রদান করবে।# পার্সটুডে
.