• Nov 1 2022 - 12:10
  • 86
  • : 1 minute(s)

গ্যাস খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিশাল প্রকল্পের কথা জানাল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি বলেছেন, ইরানের সামনে আঞ্চলিক গ্যাস হাবে পরিণত হওয়ার সুযোগ এসেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অর্থনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি বলেছেন, ইরানের সামনে আঞ্চলিক গ্যাস হাবে পরিণত হওয়ার সুযোগ এসেছে। রাশিয়ার  সঙ্গে গ্যাস বাণিজ্যের ধরণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাশিয়া থেকে ইরান গ্যাস কিনবে এবং নিজের গ্যাস প্রতিবেশী দেশগুলোর কাছে বিক্রি করবে।

ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা রয়েছে। একই সঙ্গে দুই দেশই মার্কিন সাম্রাজ্যবাদ মোকাবেলায় সোচ্চার। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ইরান এবং রাশিয়ার গ্যাসপ্রোম কোম্পানির মধ্যে সাড়ে ছয়শ' কোটি ডলারের চুক্তি চূড়ান্ত হয়েছে। এছাড়া চার হাজার কোটি ডলারের আরেকটি চুক্তি আগামী মাসে চূড়ান্ত হবে, এটি এখন সমঝোতা স্মারক পর্যায়ে রয়েছে। গ্যাস বিনিময় বিষয়েও আলাদা চুক্তি হবে বলে জানান তিনি।

মাহদি সাফারি বলেন, ইরান কোনো দেশের কাছে পাইপলাইন হস্তান্তর করবে না, তবে রাশিয়া এই খাতে পুঁজি বিনিয়োগ করতে যাচ্ছে। রুশ কোম্পানিগুলো পাকিস্তানে গ্যাস পাইপলাইন নির্মাণ করতে যাচ্ছে যাতে ইরান থেকে পাকিস্তানে গ্যাস রপ্তানি করা যায়।

ইরানের এই মন্ত্রী স্পষ্ট করে বলেন, ইরান ও রাশিয়া শিগগিরই একটি যৌথ কোম্পানি প্রতিষ্ঠা করবে। এই কোম্পানি পারস্য উপসাগর এবং ওমান সাগর উপকূলবর্তী দেশগুলোতে গ্যাস সরবরাহের জন্য একটি পাইপলাইন নির্মাণ করবে। এই প্রকল্পে দুই দেশের সমান অংশীদারিত্ব থাকবে। এছাড়া সাগরের ভেতর দিয়ে পাইপলাইন নির্মাণে বিশেষ প্রযুক্তি তৈরি করবে এবং ঐ প্রযুক্তি ব্যবহার করে পাইপলাইন নির্মাণ করা হবে। #পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: