গোলাপ উৎপাদনে প্রসিদ্ধ ইরানের মেইমান্দ শহর
ইরানি গোলাপের খ্যাতি বিশ্বজোড়া।দেশটির যেসব অঞ্চলে গোলাপ উৎপাদন হয় তার মধ্যে মেইমান্দ অন্যতম।
ইরানি গোলাপের খ্যাতি বিশ্বজোড়া।দেশটির যেসব অঞ্চলে গোলাপ উৎপাদন হয় তার মধ্যে মেইমান্দ অন্যতম।দক্ষিণ ইরানের এই শহরটির খামারগুলোতে এখন চলছে গোলাপ উৎপাদনের ভরা মওসুম।বাগান থেকে গোলাপ সংগ্রহ এবং তা থেকে গোলাপজল উৎপাদনে এখন ব্যস্ত সময় পার করছে মেইমান্দের কৃষকরা।এখানকার গোলাপজল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। মেইমান্দে প্রতি বছর প্রায় ৫ টন গোলাপ উৎপাদিত হয়।
.