গুরুত্বপূর্ণ আলোচনা করতে দোহায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির আমন্ত্রণে আজ (মঙ্গলবার) সকালে তিনি দোহায় পৌঁছান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন পদস্থ কর্মকর্তা, সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির এক সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ সফরে আমির-আব্দুল্লাহিয়ানকে সঙ্গ দিচ্ছেন। কাতার সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের রাজধানী মাস্কাট যাবেন বলে কথা রয়েছে।
আজ (মঙ্গলবার) ভোররাতে দোহার উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে এক টুইটার বার্তায় আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ওমান ও কাতারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি ওই দুই দেশের সঙ্গে আগে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের উপায় নিয়ে তিনি এ সফরে আলোচনা করবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন দোহা সফর করে আসার এক সপ্তাহ পর পররাষ্ট্রমন্ত্রী কাতার সফরে গেলেন। ফারজিন কাতারের সঙ্গে ইরানের ব্যাংকিং ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। #
পার্সটুডে
.