• Jan 4 2024 - 15:32
  • 60
  • : Less than one minute

গাজায় মুসলিম বিশ্বের নাড়ির স্পন্দন ধরা পড়ছে: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মুসলিম বিশ্ব এবং আমেরিকা তথা কুফুরি বিশ্বের মধ্যে বিভাজন রেখা হচ্ছে গাজা।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মুসলিম বিশ্ব এবং আমেরিকা তথা কুফুরি বিশ্বের মধ্যে বিভাজন রেখা হচ্ছে গাজা। গাজায় এখন মুসলিম বিশ্বের নাড়ির স্পন্দন ধরা পড়ছে।

আজ (বুধবার) আহলে বাইতের সদস্যদের জীবন ও কর্ম বর্ণনাকারীদের একটি দল ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেন, হার্ড পাওয়ারের চেয়ে সফ্‌ট পাওয়ার বেশি কার্যকর। এ কারণে আমেরিকা তার সমস্ত সামরিক ও পারমাণবিক সাজ-সরঞ্জাম হলিউডের পেছনে ব্যবহার করে। আমেরিকা ২০ বছর ধরে আফগানিস্তান এবং ইরাকে শত শত কোটি ডলার ব্যয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত জনগণের বিদ্বেষ-ঘৃণা সঙ্গে নিয়ে পালাতে বাধ্য হয়েছে। হার্ড পাওয়ারের প্রভাব অস্থায়ী হওয়ার কারণে এটা হয়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান হার্ড পাওয়ারের চেয়ে সফ্ট পাওয়ারের উপর বেশি নির্ভর করেছে। আমি উন্নত অস্ত্রে বিশ্বাস করি, তবে শক্তিশালী অস্ত্রের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও ভাষাগত অস্ত্র এবং শক্তিশালী যুক্তি থাকতে হবে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: