গাজায় গণহত্যা: আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাল ইরান
আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) ইহুদিবাদী ইসরাইলকে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান।
আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) ইহুদিবাদী ইসরাইলকে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। দক্ষিণ আফ্রিকার করা এক মামলার অন্তর্বর্তী রায় দিতে গিয়ে গতকাল (শুক্রবার) আইসিজে ওই নির্দেশ জারি করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবারই এক এক্স পোস্টে আইসিজে’র এ রায় প্রকাশে ভূমিকা রাখার জন্য দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানান। তিনি এ মামলাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করায় দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালোদি প্যান্ডোরকে ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক আদালতের রায়কে ইতিবাচক আখ্যা দিয়ে আমির-আব্দুল্লাহিয়ান এজন্য ফিলিস্তিনি জাতিকেও অভিনন্দন জানান। তিনি আরেকবার আইসিজে’তে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রতি ইরানের পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেন, আন্তর্জাতিক আদালতের এ রায় বাস্তবায়ন নিশ্চিত করার জন্য বিশ্বের সকল দেশকে এগিয়ে আসতে হবে।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, অবৈধ ইসরাইল সরকারের কর্মকর্তারা আজ বিশ্ব জনমতের দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত মানুষ। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও নজিরবিহীন যুদ্ধাপরাধ চালানোর দায়ে এখন এসব কর্মকর্তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে স্বীকৃত এই গণহত্যার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থনের কথা বিশ্ববাসী চিরকাল মনে রাখবে।
ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে গতকাল (শুক্রবার) ইসরাইলকে নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজের আদেশে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেয়া হলেও গাজায় অভিযান বন্ধের নির্দেশ দেয়া হয়নি। আদালতের আদেশের পর কী ব্যবস্থা নেওয়া হলো, তা এক মাসের মধ্যে আইসিজেতে জানাতে ইসরাইলের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।#
পার্সটুডে