• Dec 19 2023 - 08:56
  • 49
  • : Less than one minute

গাজায় অযথা অপরাধযজ্ঞ চালাচ্ছে ইসরাইল, ফিলিস্তিন বিজয়ী হবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ‘অযথা যুদ্ধাপরাধ’ চালিয়ে যাচ্ছে; এই দখলদার শক্তির বিরুদ্ধে ‘অসম’ যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ‘অযথা যুদ্ধাপরাধ’ চালিয়ে যাচ্ছে; এই দখলদার শক্তির বিরুদ্ধে ‘অসম’ যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।

তিনি নিজের ভেরিফায়েড এক্স একাউন্টে দেয়া এক পোস্টে লিখেছেন, “নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চলমান থাকা সত্ত্বেও এই অসম যুদ্ধে ফিলিস্তিন নিশ্চিতভাবে বিজয়ী হবে।”

তিনি আরো বলেন, ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে। তারা ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার ঐতিহাসিক গ্লানি ঢাকতে এই অপরাধযজ্ঞ চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ৭০ দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকার উপর নির্বিচার বোমাবর্ষণ করেও ইহুদিবাদীরা হামাসকে ধ্বংস বা নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান আরো বলেন, গাজার প্রায় ২০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়া করে একস্থান থেকে আরেক স্থানে তাড়িয়ে বেরিয়ে যেমন ইসরাইল কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি তেমনি তারা এই অপরাধযজ্ঞ যতই অব্যাহত রাখুক বলপ্রয়োগ করে হামাসের হাতে আটক তাদের বন্দিদের মুক্ত করতেও ব্যর্থ হবে। #

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: