গাজায় ইসরাইল ও মার্কিন নৃশংসতায় গোটা বিশ্ব ক্ষুব্ধ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যে নৃশংস বর্বরতা চালাচ্ছে তাতে গোটা বিশ্বের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যে নৃশংস বর্বরতা চালাচ্ছে তাতে গোটা বিশ্বের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।
গতকাল (মঙ্গলবার) তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সর্দার বারদি মোহাম্মদোভের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। মার্কিন সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় দখলদার ইসরাইল গাজার নিপীড়িত জনগণের যে ব্যাপকমাত্রায় ক্ষতি করছে তার কঠার নিন্দা করেন ইরানের প্রধান নির্বাহী।
তিনি বলেন, ইহুদিবাদীদের বর্বরতায় গাজার মানুষ যে ভয়ংকর দুঃখ কষ্টের মধ্যে পড়েছে তাতে শুধুমাত্র মুসলিম বিশ্ব নয়, বরং সারা বিশ্বের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, গাজার নিপীড়িত জনগণের সাহায্যের জন্য সব ধরনের উপায়-উপকরণ এবং সক্ষমতাকে ব্যবহার করা উচিত।
গাজায় যখন ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও নারকীয় তাণ্ডবে প্রায় ২০ হাজার মানুষ শহীদ হয়েছেন তখন প্রেসিডেন্টর রায়িসি এসব কথা বলছেন।
প্রেসিডেন্ট তার বক্তব্যের অন্য অংশে ইরান ও তুর্কমেনিস্তানের সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে "উল্লেখযোগ্য" বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকে জ্বালানি, পরিবহন এবং ট্রানজিটের ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে তা বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
ফোনালাপে তুর্কমেনিস্তনের প্রেসিডেন্ট রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।#
পার্সটুডে