• Nov 9 2023 - 09:14
  • 64
  • : 1 minute(s)

গাজা যুদ্ধের ব্যাপারে ইরানকে নতুন করে বার্তা দিয়েছে আমেরিকা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশকে আমেরিকা এই মর্মে একটি নতুন বার্তা পাঠিয়েছে যে, ওয়াশিংটন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশকে আমেরিকা এই মর্মে একটি নতুন বার্তা পাঠিয়েছে যে, ওয়াশিংটন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায়। তিনি আরো বলেছেন, আমেরিকা এমন সময় যুদ্ধবিরতি চায় বলে দাবি করছে যখন মার্কিন সরকার গাজায় ইসরাইলি গণহত্যাকে পুরোপুরি সমর্থন করে যাচ্ছে।

গতকাল (সোমবার) তেহরানে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রীর সাক্ষাতের অবকাশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ বেসামরিক জনগণের ওপর ইসরাইলের নির্বিচার বিমান হামলাকে সমর্থন দিয়ে যাওয়ার একই সময়ে ওয়াশিংটন যা দাবি করছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায় না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিগত তিন দিনে মার্কিনীরা আমাদেরকে একটি নতুন বার্তা দিয়েছে। এতে তারা দাবি করেছে, তারা গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় এবং এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।” তিনি বলেন, “কিন্তু তারা গাজায় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানকে পুরোপুরি সমর্থন দিয়ে যাচ্ছে।”

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “আমরা আশা করছি দখলদার ইসরাইলকে সমর্থন দেয়ার নীতি পরিবর্তন করে গাজায় গণহত্যা বন্ধ করার ব্যবস্থা নেবে আমেরিকা।”

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর মার্কিন সরকার এর আগেও তেহরানের কাছে একই ধরনের বার্তা পাঠিয়েছিল। গাজায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামি জিহাদের ওপর ইরানের প্রভাব রয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান আরো জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার বুলেট-প্রুফ জ্যাকেট পরে ইরাক সফরে গিয়েছিলেন। ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি মার্কিন সমর্থনের কারণে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলার শিকার হওয়ার ভয়ে ব্লিঙ্কেন এ কাজ করেছেন বলে তিনি জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে মার্কিন ভূমিকার এই হলো বাস্তবতা।”#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: