গত ১১ মাসে ইরান থেকে ১৪১ মিলিয়ন টন পণ্য রপ্তানি হয়েছে
ইরানের উপ-অর্থমন্ত্রী জানিয়েছেন গত ১১ মাসে ১৪১ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে ইরান।

ইরানের উপ-অর্থমন্ত্রী জানিয়েছেন গত ১১ মাসে ১৪১ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে ইরান।
ইরানের উপ-অর্থমন্ত্রী ফুরুদ আসগারি বলেছেন: গত ১১ মাসে ইরানের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৭৬ মিলিয়ন ১০২ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বাণিজ্যের এই পরিমাণ ৯.২ শতাংশ বেশি। ইরানের কাস্টমস বিভাগের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায় আসগারি আরও বলেন: গত ১১ মাসে ইরান থেকে ১৪১ মিলিয়ন টন পণ্য রপ্তানি করা হয়েছে, ওজনের দিক থেকে যার পরিমাণ ১২.৬ শতাংশ বেশি।
ইরানের বন্দরগুলোতে ২১৫ মিলিয়ন টন পণ্য লোড এবং আনলোড করা হয়েছে
অপরদিকে, বন্দর ও সমুদ্র সংস্থার ঘোষণা অনুসারে, গত ১১ মাসে ইরানের বন্দর ও সমুদ্র সংস্থার মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত বন্দরগুলোতে পণ্য লোড এবং আনলোডের পরিমাণ ছিল ২১ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ১১৮ টনের মতো।
বিশ্বে বিদেশী বিনিয়োগের রেকর্ড ৪১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে
বিশ্ব অর্থনীতির খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সরাসরি বিনিয়োগের সর্বশেষ জরিপ অনুসারে, বিশ্বে সরাসরি বিদেশী বিনিয়োগ ১.৭৫ ট্রিলিয়ন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী বিনিয়োগের পরিমাণ ২০২৩ সালের চেয়ে ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৪১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।#
পার্সটুডে
.