• Feb 4 2025 - 16:49
  • 19
  • : Less than one minute

ক্যান্সার নির্ণয়ে শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় ইরান

উন্নত ন্যানোমেডিসিন ট্যালম্যানোসেপ্ট তৈরির মাধ্যমে ইরান ক্যান্সার নির্ণয় প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে যোগ দিয়েছে।

উন্নত ন্যানোমেডিসিন ট্যালম্যানোসেপ্ট তৈরির মাধ্যমে ইরান ক্যান্সার নির্ণয় প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে যোগ দিয়েছে। এই সাফল্যের মাধ্যমে, ইরানের বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত প্রায় ৯০ শতাংশ রোগী রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য একটি সস্তা এবং আরও সঠিক পদ্ধতিতে প্রবেশ করতে পারবেন।

বার্তাসংস্থা ইরনা  জানিয়েছে, ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি এই প্রযুক্তি অর্জন করেছে। এর মাধ্যমে ইরানকে এই ধরণের উন্নত ক্যান্সার নির্ণয় প্রযুক্তির অধিকারী  দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা হয়।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: