• Jan 8 2024 - 09:25
  • 58
  • : 1 minute(s)

কেরমান হামলায় জড়িত পুরো সন্ত্রাসী দলকে আটক করা হয়েছে

শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সাম্প্রতিক বোমা হামলায় জড়িত সমস্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শহরের প্রসিকিউটর মেহেদী বাকশি।

শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সাম্প্রতিক বোমা হামলায় জড়িত সমস্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শহরের প্রসিকিউটর মেহেদী বাকশি। হামলার তিনদিন পর গতকাল (শনিবার) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বাখশি এই তথ্য জানান।

তিনি জানান, এ পর্যন্ত ৩২ জন সন্ত্রাসীকে কেরমান হামলার ঘটনায় আটক করা হয়েছে এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে আটক অভিযান চালানোর সময় কেরমান প্রদেশ থেকে ১৬টি বোমা উদ্ধার করা হয়েছে যাদের বিস্ফোরণ ক্ষমতা গত বুধবার আত্মঘাতী হামলায় ব্যবহৃত বোমার চেয়ে বেশি।

গত ৩ নভেম্বরের ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে মার্কিন সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। হামলায় ৮৯ জন শহীদ হন যার মধ্যে ৭৬ জন ইরানি এবং ১৩ জন আফগান নাগরিক। সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ২৪৬ জন।

বোমা হামলার আগে সেখানে ময়লার বাক্সে বোমা পেতে রাখা হয়েছিল বলে যে গুজব ছড়িয়ে পড়েছে তা নাকচ করেন প্রসিকিউটার মেহেদি বাখশি। তিনি বলেন, হামলায় ব্যবহৃত দুটি বোমারই বিস্ফোরণ ঘটিয়েছে আত্মঘাতী দুই বোমারু।

বাখশি জোর দিয়ে বলেন, সেখানে কোনো ব্যক্তি বিস্ফোরক পেতে রাখার সুযোগ পায়নি কারণ জেনারেল সুলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাজার এলাকার নিরাপত্তা যেকোন সময় চেয়ে বাড়ানো হয়েছিল।

আগের বছর গুলোর তুলনায় এবার মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কম ছিল বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করেন মেহেদি বাখশি। তিনি বলেন, চলতি বছর বরং উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সেখানে থার্মাল ক্যামেরা এবং নজরদারি ড্রোন মোতায়েন করা হয়েছিল।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: