• Jul 13 2023 - 10:20
  • 60
  • : 1 minute(s)

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রচারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের প্রচার যন্ত্রগুলোর তৎপরতায় উদ্বিগ্ন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের প্রচার যন্ত্রগুলোর তৎপরতায় উদ্বিগ্ন। তিনি আরো বলেছেন, আমাদের দেশে প্রচার কাজে এত বেশি উপাদান ও উপকরণ রয়েছে যে, আমরা যদি বর্তমানের চেয়ে কয়েক গুণ বেশিও প্রচারকাজ চালাতে চাই তারপরও এসব উপাদান ও উপকরণের সবগুলো ব্যবহার করা সম্ভব নয়।

আজ (বুধবার) ইরানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রগুলোর হাজার হাজার আলেম ও শিক্ষার্থী সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ধর্ম প্রচার ও ধর্মীয় কাজে প্রচার চালানো হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান দায়িত্ব। দেশের ভবিষ্যত কর্ণধার হিসেবে কিশোর ও তরুণ সমাজের সামনে ধর্মীয় বিষয়গুলো তুলে ধরার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বহুগুণে বেড়ে গেছে। কারণ, ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক শাসনব্যবস্থার কারণে ইসলামের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের শত্রুতা বেড়ে গেছে।

তিনি জনগণের ঈমানি শক্তিকে ইসলামি শাসনব্যবস্থার শক্তিমত্তার মূল উৎস উল্লেখ করে বলেন, এই শাসনব্যবস্থা রক্ষা করতে হলে জনগণের ঈমান রক্ষা করার দায়িত্ব অবশ্যপালনীয় কর্তব্য হিসেবে কাঁধে তুলে নিতে হবে।  আর যখন আমরা ইন্টারনেট পরবর্তী যুগ অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করতে যাচ্ছি তখন আমাদেরকেও প্রচারের দিক থেকে শক্তিশালী হতে হবে। শত্রু  যখন তার তরবারি শানিত করছে তখন আমাদেরকেও আত্মরক্ষার কাজে সর্বশক্তি নিয়োগ করতে হবে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: