• Dec 19 2023 - 08:53
  • 33
  • : Less than one minute

কুয়েত সিটিতে নয়া কুয়েতি আমিরকে অভিনন্দন জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বিভিন্ন ক্ষেত্রে কুয়েতের সঙ্গে তার দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বিভিন্ন ক্ষেত্রে কুয়েতের সঙ্গে তার দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (রোববার) কুয়েত সিটিতে দেশটির নতুন আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আস-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতে তিনি বিদায়ী আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহর মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট ও জনগণের পক্ষ থেকে নতুন আমিরকে শোক ও সমবেদনা জানান। সেইসঙ্গে তিনি কুয়েতের নতুন আমির হিসেবে নিয়োগ পাওয়ায় শেখ মিশালকে অভিনন্দন জানান।

ইরানের শীর্ষ কূটনীতিক সকল ক্ষেত্রে কুয়েত সিটির প্রতি তেহরানের সমর্থন ঘোষণা করেন। সাক্ষাতে কুয়েতের নয়া আমির বলেন, ইরানের সঙ্গে সার্বিক সম্পর্ক বিস্তারের জন্য তিনি তার পররাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সকল সদস্যকে নির্দেশ দিয়েছেন।

কুয়েতের সাবেক আমির শেখ নওয়াফ গত শনিবার ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। শনিবারই কুয়েতের আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। এরপর রোববার সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা ও নতুন আমিরকে অভিনন্দন জানাতে কুয়েত সিটি সফরে যান হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: