• Jul 23 2023 - 13:18
  • 76
  • : 1 minute(s)

কুরআন অবমাননাকারীর কঠোরতম শাস্তির ব্যাপারে সকল আলেম একমত: সর্বোচ্চ নেতা

কুরআন অবমাননাকারীর কঠোরতম শাস্তির ব্যাপারে সকল আলেম একমত

কুরআন অবমাননাকারীর কঠোরতম শাস্তির ব্যাপারে সকল আলেম একমত: সর্বোচ্চ নেতা
ফার্স নিউজ এজেন্সির রাজনীতি বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী তাঁর বাণীতে সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনাকে অত্যন্ত তিক্ত, ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন এবং এর শাস্তির ব্যাপারে গুরুত্বারোপ করে বলেছেন: ‘বিশ্বের সব আলেম এ বিষয়ে একমত যে এই অপরাধের হোতার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য; সুইডিশ সরকারের দায়িত্ব হচ্ছে পবিত্র কুরআন পোড়ানো ব্যক্তিকে মুসলিম দেশগুলোর বিচার বিভাগের কাছে হস্তান্তর করা।’
ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বাণীটি নিম্নরূপ:
“বিসমিল্লাহির রাহমানির রাহীম
সুইডেনে পবিত্র কুরআন মজীদ অবমাননার ঘটনা অত্যন্ত তিক্ত, ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক। বিশ্বের সব আলেম এ বিষয়ে একমত যে, এই অপরাধের হোতার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য; সুইডিশ সরকারের জানা উচিত তারা পবিত্র কুরআন অবমাননাকারী ব্যক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সমরসজ্জা গ্রহণ করেছে এবং তারা নিজেদের জন্য সব মুসলিম জাতি এবং অনেক সরকারের ঘৃণা কুড়িয়েছে ও তাদেরকে শত্রু বানিয়েছে। সুইডিশ সরকারের দায়িত্ব হচ্ছে অবমাননাকারী ব্যক্তিকে মুসলিম দেশগুলোর বিচার বিভাগের কাছে হস্তান্তর করা। এই ঘটনার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের জানা উচিত কুরআনে কারীমের সম্মান দিন দিন বাড়তেই থাকবে এবং এর হেদায়াতের আলো আরও বেশি উজ্জ্বল হবে। এ ধরনের ষড়যন্ত্র এবং এর হোতারা ক্রমবর্ধমান এই ঔজ্জ্বল্য ঠেকাতে অক্ষম। ‘আর আল্লাহ তাঁর কাজ সম্পাদনে অপ্রতিহত (সূরা ইউসুফ, আয়াত ২১)’।
সাইয়্যেদ আলী খামেনেয়ী
৩১ তীর, ১৪০২ ফারসি সাল

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: