• Feb 3 2025 - 14:46
  • 20
  • : Less than one minute

কারাতে ১-প্রিমিয়ার লিগে সোনা জিতেছেন ইরানের সারা বাহমানিয়ার

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২০২৫ কারাতে ১-প্রিমিয়ার লিগে স্বর্ণপদক জিতেছেন ইরানের সারা বাহমানিয়ার।

00:00
00:00
دانلود

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২০২৫ কারাতে ১-প্রিমিয়ার লিগে স্বর্ণপদক জিতেছেন ইরানের সারা বাহমানিয়ার।
তিনি নারী কুমিতে -৫০ কেজির ফাইনাল ম্যাচে স্বদেশী মাসুমে মোহসেনিয়ানকে ৬-৩ পয়েন্টে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন।

এছাড়াও, ইরানের আলী মেসকিনি পুরুষ কুমিতে -৬০ কেজির ব্রোঞ্জ পদক ম্যাচে আলবেনিয়ান ক্রীড়াবিদ অর্গেস আরিফিকে ৯-৬ পয়েন্টে হারিয়েছেন।

২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭০টি দেশের প্রায় ৪০০ জন ক্রীড়াবিদ এই মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশ নেন।

চীনের হাংঝো শহরে ১৪ থেকে ১৬ মার্চ ২০২৫ কারাতে ১-প্রিমিয়ার লিগ মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্যারিসে অত্যন্ত সফল উদ্বোধনী ইভেন্টের পর এই টুর্নামেন্টটি বিশ্ব মঞ্চে কারাতে প্রতিভার আরও একটি রোমাঞ্চকর প্রদর্শনের প্রতিশ্রুতি দেয়। সূত্রঃ তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: