• Oct 7 2025 - 06:14
  • 3
  • : Less than one minute

কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইরানিয়ান সিনেমা নাইট’

কানাডার অটোয়ায় কার্লেটন বিশ্ববিদ্যালয়ে বুধবার (৮ অক্টোবর) ইরানিয়ান শর্ট ফিল্ম নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কানাডার অটোয়ায় কার্লেটন বিশ্ববিদ্যালয়ে বুধবার (৮ অক্টোবর) ইরানিয়ান শর্ট ফিল্ম নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের বাছাইকৃত সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

কার্লেটন বিশ্ববিদ্যালয় এবং পেন্ড ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত এই ইভেন্টটির কিউরেটর মোহাম্মদ হামজেই এবং ব্যবস্থাপনায় রয়েছেন ফুয়াদ আসাদি।

এই প্রোগ্রামটির লক্ষ্য- ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমার সাম্প্রতিক অর্জনগুলি তুলে ধরা এবং আন্তর্জাতিক ও ফার্সি-ভাষী দর্শকদের ইরানি চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন গল্প ও অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়ার সুযোগ দেওয়া।

“এই ইভেন্টটি ইরানি সিনেমার উত্সাহী, সেইসাথে চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অধ্যয়নের শিক্ষার্থী ও গবেষকদের ইরানি চলচ্চিত্র নির্মাণে নতুন প্রবণতাগুলির সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ করে দেবে।” সূত্রঃ মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: