কাতারে ইরানের রপ্তানি ৩০ শতাংশ বেড়েছে
এক মাসে প্রতিবেশী কাতারে ইরানের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।
এক মাসে প্রতিবেশী কাতারে ইরানের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ গালিবাফ এই তথ্য জানান।
তিনি বলেন, ইরান ও কাতার দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক সঠিক পথে রয়েছে এবং ইরান আধা-সমাপ্ত ইস্পাত পণ্য, গ্লাস, চিংড়ি, গ্রিনহাউস টমেটো, সাদা সিমেন্ট, চকোলেট ও পেস্ট্রি এবং বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে। চলতি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) শস্য রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় শতভাগ বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ইরানের মেহর মাসে (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর) প্রতিবেশী কাতারে ইরানের পণ্য রপ্তানি ৩০ শতাংশ বেড়েছে। সূত্র: মেহর নিউজ।
.