• Jan 21 2024 - 09:51
  • 54
  • : Less than one minute

কক্ষপথে সুরাইয়া স্যাটেলাইট পাঠালো ইরান, তথ্য পাঠানো শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে সুরাইয়া স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে সুরাইয়া স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। এই প্রথম ইরান ভূপৃষ্ঠ থেকে ৭৫০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে সক্ষম হলো এবং এর মধ্যদিয়ে ইরান মহাকাশে ক্ষেপণাস্ত্র পাঠানোর ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করলো।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স আজ (শনিবার) ঘোষণা করেছে যে, দেশীয় প্রযুক্তিতে তৈরি কায়েম-ওয়ান হান্ড্রেড স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সুরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা হয়েছে।

কায়েম-ওয়ান হান্ড্রেড হচ্ছে ইরানের প্রথম তিন ধাপের সলিড ফুয়েল পরিচালিত রকেট যা ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং তৃতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণে কক্ষপথে আনুমানিক ৫০ কেজি ওজনের একটি গবেষণা পে লোড স্থাপন করেছে।

স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ এবং আইআরজিসির মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ উপস্থিত ছিলেন।

ফার্স বার্তা সংস্থা জানায়, স্যাটেলাইটটি এরইমধ্যে টেলিমেট্রি ডেটা পাঠানো শুরু করেছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: