• Oct 9 2024 - 15:33
  • 10
  • : Less than one minute

ওমেন ইন ট্রান্সপ্লান্টেশন অ্যাওয়ার্ড পেলেন ইরানের নাজাফিজাদে

ইরানি অঙ্গ দান সমিতির পরিচালক কাতায়াউন নাজাফিজাদে ট্রান্সপ্ল্যান্টেশন সোসাইটির ৩০তম আন্তর্জাতিক কংগ্রেসে (টিটিএস ২০২৪) ওমেন ইন ট্রান্সপ্লান্টেশন অ্যাওয়ার্ড এর আনসাং হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন।

ইরানি অঙ্গ দান সমিতির পরিচালক কাতায়াউন নাজাফিজাদে ট্রান্সপ্ল্যান্টেশন সোসাইটির ৩০তম আন্তর্জাতিক কংগ্রেসে (টিটিএস ২০২৪) ওমেন ইন ট্রান্সপ্লান্টেশন অ্যাওয়ার্ড এর আনসাং হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর ইস্তাম্বুলে টিটিএস ২০২৪ অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পরিষেবা স্বেচ্ছাসেবী, পরামর্শদান বা অন্যান্য সম্প্রদায় ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রতিস্থাপনের উপর অসাধারণ প্রভাব ফেলেন, এমন একজন নারীকে প্রতিবছর পুরষ্কারটি দেওয়া হয়।

বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, ক্লিনিকাল নির্দেশিকা ও অনুশীলন, শিক্ষামূলক প্রোগ্রাম প্রচার ও ক্লিনিক্যাল যত্ন এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য নৈতিক মান উন্নয়নের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠান হচ্ছে  ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অর্গান ডোনেশান অ্যান্ড প্রকিউরমেন্ট (আইএসওডিপি)।

উল্লেখ্য, ইরানে প্রায় ২৫ হাজার লোক প্রতিস্থাপনের জন্য অপেক্ষার তালিকায় রয়েছে এবং প্রতি দশ মিনিটে একজন নতুন ব্যক্তি তালিকায় যুক্ত হয়। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: