• Jan 27 2025 - 10:01
  • 24
  • : Less than one minute

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) একটি প্রতিবেদন মতে, আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রি প্ল্যাটফর্মে (আইসিটিআরপি) ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় ইরান তৃতীয় স্থান লাভ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) একটি প্রতিবেদন মতে, আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রি প্ল্যাটফর্মে (আইসিটিআরপি) ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় ইরান তৃতীয় স্থান লাভ করেছে। এই র‌্যাঙ্কিংয়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এবং পরিপূরক ওষুধে বিশ্বের অন্যতম পথিকৃৎ হিসেবে দেশটির অবস্থান ফুটে উঠেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীন এবং ভারত এই র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে।

ইরানে নিবন্ধিত সকল ক্লিনিক্যাল ট্রায়ালে ঐতিহ্যবাহী এবং পরিপূরক ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রায় তিন শতাংশ অবদান রয়েছে। দেশটির স্বাস্থ্যসেবা কর্মীদের মাত্র  দশমিক ৩ শতাংশ ঐতিহ্যবাহী এবং পরিপূরক ওষুধের বিশেষজ্ঞ।

প্রতিবেদনটিতে প্রমাণ-ভিত্তিক ওষুধের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে ইরানি গবেষকদের উচ্চ ক্ষমতা দেখা গেছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: