ঐতিহ্যবাহী ওষুধ উৎপাদনে সহযোগিতা বাড়াবে ইরান-থাইল্যান্ড
ঐতিহ্যগত ভেষজ ওষুধের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছে ইরান ও থাইল্যান্ড।
ঐতিহ্যগত ভেষজ ওষুধের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছে ইরান ও থাইল্যান্ড।
বুধবার একটি বৈঠকে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আরমান জারগারান থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা টংচাই লের্টউইলাইরাতানাপংয়ের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ সহযোগিতার খুব আকর্ষণীয় বিষয় হিসেবে পারস্য এবং থাই ওষুধের মডেলগুলির মধ্যে যেসব মিল রয়েছে তা বিবেচনায় নিয়ে আসেন। এসময় উভয় দেশের মধ্যে স্বল্পমেয়াদী কোর্সের আয়োজনের পরামর্শ, অধ্যাপক এবং ছাত্র বিনিময়ে সহায়তা দেয়ার কথা বলা হয়। জারগারান সহযোগিতার আরেকটি ক্ষেত্র হিসেবে দুই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ঐতিহ্যবাহী ওষুধের একীকরণে ব্যবস্থাপনার অভিজ্ঞতা ভাগাভাগি ও বিনিময়েরও পরামর্শ দেয়া হয়। সূত্র: তেহরান টাইমস।
.