• Nov 22 2022 - 12:15
  • 88
  • : Less than one minute

এশিয়ার শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে দুই ইরানি বিশ্ববিদ্যালয়

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ অনুযায়ী, ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব তেহরান এশিয়ার শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে।

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ অনুযায়ী, ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব তেহরান এশিয়ার শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে।২০০৯ সাল থেকে প্রতি বছর কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিকে মূল্যায়ন করা হয়।একাডেমিক খ্যাতি, নিয়োগকর্তার খ্যাতি, অনুষদ/ছাত্র অনুপাত, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, অনুষদ প্রতি উদ্ধৃতি, পিএইচডি সহ কর্মী, আন্তর্জাতিক অনুষদ অনুপাত, এবং আন্তর্জাতিক ছাত্র অনুপাত, এবং অন্তর্মুখী অনুপাত এবং বহির্গামী ছাত্র বিনিময় ইত্যাদি মেট্রিক্স অনুসারে বিশ্ববিদ্যালয়গুলিকে মূল্যায়ন করা হয়।শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব তেহরান যথাক্রমে ৮৪ এবং ৯২তম স্থানে রয়েছে। ইরানের ১২টি বিশ্ববিদ্যালয় শীর্ষ ৭৬০টি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে।পিকিং ইউনিভার্সিটি এই বছর শীর্ষস্থান দখল করেছে। গত বছরের এক নম্বর বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: