• May 19 2024 - 17:59
  • 26
  • : Less than one minute

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন ইরান

ইরান শনিবার ২০২৪ এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

ইরান শনিবার ২০২৪ এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ইরানের তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন। মেহেদি হাজি মুসাই পুরুষদের -৫৮ কেজির ফাইনালে কোরিয়ান প্রতিদ্বন্দ্বী পার্ক তাই-জুনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন।

মোহাম্মদ হোসেইন ইয়াজদানি পুরুষদের -৮৭ কেজিতে স্বদেশী মেহরান বারখোরদারিকে হারিয়ে সোনা জিতেছেন।

পুরুষদের +৮৭ কেজি ওজন বিভাগে কোরিয়ান তায়কোয়ান্দো অ্যাথলেট পার্ককে পরাজিত করার পরে আরিয়ান সালিমিও একটি সোনা জিতেছেন।

অন্যদিকে আলি খোশরাভেশ পুরুষদের -৮০ কেজির ফাইনালে উজবেকিস্তানের জাসুরবেক জয়সুনভের কাছে হেরে রৌপ্য জিতেছেন।

পুরুষদের -৫৮ কেজি এবং পুরুষদের -৬৩ কেজিতে যথাক্রমে আবুলফজল জান্দি এবং মতিন রেজাই দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন।

এছাড়াও, মেলিকা মিরহোসেইনি নারীদের-৭৩ কেজিতে একটি রৌপ্য পদক জিতেছেন এবং সাইদে নাসিরি নারীদের -৪৬ কেজিতে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন।

দক্ষিণ কোরিয়া তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছে।

অন্যদিকে দুটি স্বর্ণ ও চারটি ব্রোঞ্জ জিতে চীন তৃতীয় হয়েছে। সূত্র- তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: