এশিয়ান গেমসে ইরানের ৫৪টি পদক
ইরানের ক্রীড়াবিদরা রোববার ৫৪টি পদক নিয়ে চীনে অনুষ্ঠিত ২০২২ এশিয়ান গেমস শেষ করেছে।
ইরানের ক্রীড়াবিদরা রোববার ৫৪টি পদক নিয়ে চীনে অনুষ্ঠিত ২০২২ এশিয়ান গেমস শেষ করেছে। ইরান এশিয়ান গেমসে অংশ নিতে ৩৪টি ক্রীড়া ইভেন্টে মোট ২৮৯জন পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পাঠায়।
টুর্নামেন্ট শেষে, ইরানের ক্রীড়াবিদরা ১৩টি স্বর্ণ, ২১টি রৌপ্য এবং ২০টি ব্রোঞ্জ পদক জিতে সপ্তম স্থান অধিকার করেন। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, উজবেকিস্তান ও চাইনিজ তাইপেই যথাক্রমে প্রথম থেকে ষষ্ঠ স্থান লাভ করে। ইরানের জাতীয় দাবা এবং ভলিবল দল এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে। সূত্র: মেহর নিউজ
.