• Apr 29 2024 - 16:36
  • 35
  • : Less than one minute

এবছর ৫ থেকে ৭টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা ইরানের

ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি চলতি ফারসি বছরে পাঁচ থেকে সাতটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন।

ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি  চলতি ফারসি বছরে পাঁচ থেকে সাতটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন।

রোববার বার্তা সংস্থা ইরনাকে তিনি জানান, এই বছর চার থেকে পাঁচটি দেশীয় উপগ্রহ উৎক্ষেপণ করা হবে এবং এক থেকে দুটি আন্তর্জাতিক উপগ্রহও উৎক্ষেপণ করা হবে।

তিনি আরও জানান, ইরান বছরের শেষ নাগাদ টেলিযোগাযোগ, পরিমাপ, গবেষণা এবং অপারেশনাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে।

পার্স-১ স্যাটেলাইটের দ্বিতীয় নমুনায় পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, দ্বিতীয় নমুনায় স্যাটেলাইটের গুণগত মান বাড়াতে এবং কর্মক্ষমতা বাড়াতে পরিবর্তন আনা হবে। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: