এক মাসে ১০ সহস্রাধিক বিদেশি পর্যটকের ফারস ভ্রমণ
এক মাসে দক্ষিণ ইরানের অগণিত সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল ফারস প্রদেশ ভ্রমণ করেছেন ১০ হাজারের অধিক বিদেশি পর্যটক।
এক মাসে দক্ষিণ ইরানের অগণিত সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল ফারস প্রদেশ ভ্রমণ করেছেন ১০ হাজারের অধিক বিদেশি পর্যটক। মঙ্গলবার ফারসের প্রাদেশিক পর্যটন প্রধান বলেছেন, ১০ হাজার ৪৭২ জন বিদেশি নাগরিক ২০ খোরদাদ থেকে ১৬ তির পর্যন্ত এক মাসে ফার্স প্রদেশের সাংস্কৃতিক, ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্য জাদুঘর পরিদর্শন করেছেন।
সর্বাধিক পরিদর্শন করা গন্তব্য সম্পর্কে কথা বলতে গিয়ে এই কর্মকর্তা বলেন, এই সময়ের মধ্যে ৩ হাজারের বেশি আন্তর্জাতিক ভ্রমণকারী ইউনেস্কো-নিবন্ধিত পার্সেপোলিস পরিদর্শন করেছেন। আর দ্বিতীয় এবং তৃতীয় সর্বাধিক জনপ্রিয় গন্তব্য হিসেবে ২ হাজার ২৯৫জন বিদেশি পর্যটক হাফেজের সমাধি এবং ২ হাজার ১২১জন ইউনেস্কো স্বীকৃত পাসারগাদাই ভ্রমণ করেছেন। সূত্র: তেহরান টাইমস।
.