• Jan 30 2024 - 10:50
  • 47
  • : Less than one minute

উৎপাদন সক্ষমতা বিষয়ক মেলা পরিদর্শন করলেন সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (সোমবার) উৎপাদন সক্ষমতা বিষয়ক মেলা পরিদর্শন করেছেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (সোমবার) উৎপাদন সক্ষমতা বিষয়ক মেলা পরিদর্শন করেছেন। রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়া-তে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এই মেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে জ্ঞানভিত্তিক কোম্পানি এবং সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই মেলায় জ্বালানি; তেল ও পেট্রোকেমিক্যাল শিল্প; মোটর শিল্প, খনিজ ও ধাতব শিল্প এবং যোগাযোগ, তথ্য-প্রযুক্তি ও স্যাটেলাইট উৎপাদন শিল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের সাফল্য তুলে ধরা হয়েছে। এই মেলায় খাদ্য ও কৃষি পণ্য; চিকিৎসা সরঞ্জাম; হস্তশিল্প; আকাশ, সমুদ্র, রেল এবং স্থল পথের পরিবহন, টেক্সটাইল শিল্প এবং হাউজিং ও গৃহস্থালি যন্ত্রপাতিসহ দেশে উৎপাদিত নানা পণ্য স্থান পেয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এসব স্টল ঘুরে দেখেছেন।

তেল কূপ খনন ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, মোটরসাইকেল এবং এগুলো চার্জ করার যন্ত্রপাতির পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী গাড়ির বিভিন্ন ইঞ্জিন প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন স্টলের দায়িত্বে থাকা ব্যক্তিরা সর্বোচ্চ নেতার সামনে তাদের উৎপাদিত পণ্য সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা তুলে ধরেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: