• Jul 11 2024 - 12:54
  • 21
  • : Less than one minute

উন্নত সামুদ্রিক সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান

ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদোল রহিম মুসাভি বলেছেন, সমুদ্রগামী মিশনের জন্য সামুদ্রিক শিল্পে প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান রয়েছে ইরানের দেশীয় বিশেষজ্ঞদের।

ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদোল রহিম মুসাভি বলেছেন, সমুদ্রগামী মিশনের জন্য সামুদ্রিক শিল্পে প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান রয়েছে ইরানের দেশীয় বিশেষজ্ঞদের। মঙ্গলবার কেরমান প্রদেশে দেশটির নৌবাহিনীর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

তিনি আরও বলেন, প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়, জ্ঞান-ভিত্তিক কোম্পানি এবং নৌবাহিনীর প্রচেষ্টার ফল। নৌবাহিনীর সমুদ্রগামী মিশনের সরবরাহের ক্ষেত্রে যা প্রয়োজন তা এই প্রদর্শনীতে দেখানো হয়েছে, যা দেশীয় বিশেষজ্ঞরা তৈরি করেছেন।

ইরানের সশস্ত্র বাহিনী সব ক্ষেত্রেই ক্রমাগত এবং ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে উল্লেখ করে জেনারেল মুসাভি বলেন, আমরা সামুদ্রিক অভিযানে যা প্রয়োজন তা অর্জন করেছি। সামুদ্রিক মিশনগুলো শক্তিশালীভাবে সম্পন্ন করার সক্ষমতা অর্জন করেছি। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: