• Dec 29 2024 - 09:08
  • 20
  • : Less than one minute

ঈসা (আ.) আজ থাকলে জালিম নেতাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক মুহূর্তও দ্বিধা করতেন না: আয়াতুল্লাহ খামেনেয়ী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের এক্স (সাবেক টুইটার) পেজের ইংরেজি ভার্সনে শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বার্তা প্রকাশ করা হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের এক্স (সাবেক টুইটার) পেজের ইংরেজি ভার্সনে শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বার্তা প্রকাশ করা হয়েছে।

পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
তাতে বলা হয়েছে, "ঈসা (আ.) যদি আজ আমাদের মাঝে থাকতেন, তাহলে তিনি জুলুম ও সাম্রাজ্যবাদের নেতাদের বিরুদ্ধে লড়াই করতে এক মুহূর্তও দ্বিধা করতেন না। আধিপত্যবাদীদের সৃষ্ট যুদ্ধ, সহিংসতা ও দুর্নীতির কারণে বিশ্বে শত শত কোটি মানুষের ওপর চেপে বসা ক্ষুধা ও বাস্তুচ্যুতি তিনি সহ্য করতেন না।"

গতকাল ২৫ ডিসেম্বর বুধবার ছিল হজরত ঈসা (আ.)'র পবিত্র জন্মদিন।#
 

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: