ইহুদিবাদীরা আজ প্রতিরোধ সংগ্রামীদের মাধ্যমে অবরুদ্ধ: ইরানি আলেম
তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইহুদিবাদীরা প্রতিরোধ সংগ্রামীদের মাধ্যমে অবরুদ্ধ হয়ে পড়েছে।
তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইহুদিবাদীরা প্রতিরোধ সংগ্রামীদের মাধ্যমে অবরুদ্ধ হয়ে পড়েছে।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় আরও বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। অমানবিক নির্যাতন এবং তল্লাশি উপেক্ষা করে আল-আকসা মসজিদে এবারের ঈদুল ফিতরের জামাতে দুই লাখের বেশি ফিলিস্তিনি অংশ নিয়েছেন। এটা মুসলমানদের জন্য খুবই আশাব্যঞ্জক। একই সঙ্গে তা শত্রুদের মনে হতাশার জন্ম দেবে।
ইরানের এই প্রভাবশালী আলেম আরও বলেন, ইসরাইল আক্রমণাত্মক অবস্থান পাল্টে আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য হয়েছে। ইসরাইল ছয় দিনে তিন মুসলিম দেশ মিশর, সিরিয়া ও জর্ডানকে ঘায়েল করেছিল যা ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু এখন এই অবস্থার পরিবর্তন হয়েছে। তাদেরকে এখন নিজেদের রক্ষা করার কাজে ব্যস্ত থাকতে হচ্ছে।
ইসরাইলের পতন না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে বলে জানান হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ। সূত্র: পার্সটুডে
.