ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তেল আবিবের ধ্বংস ঠেকানো যাবে না
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুনির্দিষ্ট কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার মাধ্যমে তেল আবিবের নিরাপত্তা রক্ষা করা যাবে না কারণ, অবৈধ এই রাষ্ট্রটি ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুনির্দিষ্ট কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার মাধ্যমে তেল আবিবের নিরাপত্তা রক্ষা করা যাবে না কারণ, অবৈধ এই রাষ্ট্রটি ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি গতকাল (শুক্রবার) রাজধানী তেহরানে বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
রায়িসি বলেন, “আঞ্চলিক সরকারগুলো সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে ইহুদিবাদী সরকারের জন্য নিরাপত্তা আনতে পাারেনি এবং ভবিষ্যতেও পারবে না।”
২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। আরব আমিরাতের নেতৃত্বেই মূলত বাকি তিন আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সম্মত হয় যার বিরুদ্ধে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় বয়ে যায়।
ফিলিস্তিনি জনগণ চার আরব দেশের এ পদক্ষেপকে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ বলে মনে করে। তাদের মতে, ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমি মুক্ত করার জন্য গত কয়েক দশক ধরে যে আন্দোলন করছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এসব আরব দেশ।
ইরানের প্রেসিডেন্ট রায়িসি কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে আরো বলেন, গোটা মুসলিম বিশ্বে আন্তর্জাতিক কুদস দিবস উদযাপনের ফলে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয়েছে। তিনি বলেন, ইসরাইলের ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হতে শুরু করেছে। প্রেসিডেন্ট রায়িসির মতে, কুদস দিবসের শোভাযাত্রাগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করেছে জেরুজালেম আল-কুদস অচিরেই ইহুদিবাদী দখলদারদের হাত থেকে মুক্ত হতে যাচ্ছে।#
পার্সটুডে
.