• Dec 14 2023 - 09:22
  • 37
  • : 1 minute(s)

ইসরাইল ও আমেরিকা কস্মিনকালেও হামাসকে ধ্বংস করতে পারবে না

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনও হামাসের মূলোৎপাটন করতে পারবে না

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনও হামাসের মূলোৎপাটন করতে পারবে না; আর গাজায় আটক ইসরাইলি বন্দিরা শুধুমাত্র রাজনৈতিক উপায়ে চলমান সংঘাত অবসানের মাধ্যমেই মুক্তি পাবে।

গতকাল (মঙ্গলবার) জেনেভায় জাতিসংঘের সদরদপ্তরে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে দেয়া বক্তব্যে আমির-আব্দুল্লাহিয়ান হামাসকে একটি স্বাধীনতাকামী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, “ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র কস্মিনকালেও হামাসকে ধ্বংস করতে পারবে না।”তিনি বলেন, ইসরাইলকে যদি গত ৭ অক্টোবরের অভিযানে আটক বন্দিদের মুক্ত করতে হয় তবে তাকে যুদ্ধ বন্ধ করে রাজনৈতিক সমাধানে আসতে হবে।

জেনেভা বৈঠকে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সম্মেলনে উপস্থিত সকল মন্ত্রী এ ব্যাপারে একমত হয়েছেন যে, অপরাদী ইসরাইল সরকারকে গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা অভিযান বন্ধ করতে হবে।” তিনি মিশরের সঙ্গে গাজার রাফাহ ক্রসিং পুরোপুরি উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানান।

আইএসকেও ছাড়িয়ে গেছে ইসরাইলি সেনারা

জেনেভায় দেয়া ভাষণের অন্য অংশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে অত্যন্ত অবমাননাকর উপায়ে শত শত ফিলিস্তিনিকে আটকের জন্য ইসরাইলের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকেও ছাড়িয়ে গেছে ইসরাইলি সেনারা।

গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরাইলি সেনারা গাজা উপত্যকার শত শত যুবককে আটক করে তাদেরকে অর্ধনগ্ন করে রাস্তায় ফেলে রেখেছে। এসব ফিলিস্তিনির মধ্যে ছিলেন সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক ও অধ্যাপকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

ইহুদিবাদী ইসরাইল দাবি করেছে, তারা হামাসকে পরাজিত করতে শুরু করেছে এবং আটক এসব ব্যক্তি হামাসের যোদ্ধা। কিন্তু ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা যে শুধু আত্মসমর্পণ করেনি তাই নয় ভবিষ্যতেও ইসরাইলের সামনে সাদা পতাকা ওড়াবে না।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: