• Aug 16 2023 - 12:21
  • 48
  • : 2 minute(s)

ইরানের ‘বছরের সেরা বই পুরস্কার-এর জন্য প্রকাশনা আহ্বান

প্রতি বছর ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ‘ইরান স্টাডিজ’ এবং ‘ইসলামিক স্টাডিজ’- এই দুটি ক্ষেত্রে বিশেষ অবদান ও গবেষণার স্বীকৃতিস্বরূপ‘বছরের সেরা বই (বিশ্ব) পুরস্কার’ এর একটি জাঁকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ‘ইরান স্টাডিজ’ এবং ‘ইসলামিক স্টাডিজ’- এই দুটি ক্ষেত্রে বিশেষ অবদান ও গবেষণার স্বীকৃতিস্বরূপবছরের সেরা বই (বিশ্ব) পুরস্কার এর একটি জাঁকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।এই অনন্য পুরস্কার বিজয়ীদের ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি কর্তৃক সম্মানিত ও প্রশংসিত করা হয়।

চলতি বছরেও, ফারসি বিষয়ক গবেষণার উন্নতিতে অবদান রাখার জন্য এবংআন্তর্জাতিক ক্ষেত্রেএই পুরস্কারের গুণগতভিত্তি ও ধারণপ্রক্রিয়াকে শক্তিশালী করার উদ্দেশ্যে, পাশাপাশি‘ইরান স্টাডিজ’ এবং ‘ইসলামিক স্টাডিজ’- এই দুটি ক্ষেত্রে সম্পাদিত বিশ্ব প্রযোজনাগুলোর পরিচিতি তুলে ধরা এবং সেগুলোকে সংগ্রহ করার জন্যতেহরানে অবস্থিতইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বৈজ্ঞানিক ও একাডেমিক সহযোগিতার জেনারেল ডিরেক্টরেটের সহযোগিতায় উপমহাদেশীয় অঞ্চলে(ভারতপাকিস্তানবাংলাদেশ এবং আফগানিস্তান) ইরান ও ইসলাম ‍বিষয়ক বছরের সেরা বইপুরস্কার”শীর্ষক এই আয়োজন করা হয়েছে।

. উদ্দেশ্য

১. বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইরানএবং ইসলাম বিষয়ক বিজ্ঞ  ব্যক্তিদের কাজ ও লেখা চিহ্নিত করা এবং সেগুলো নিয়ে আলোচনা করা;

২. বিদেশি লেখক ও প্রকাশকদের ইসলামিক স্টাডিজ এবং ইরানি স্টাডিজের ক্ষেত্রে কাজ করতে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করা;

৩. ভারত উপমহাদেশীয় অঞ্চলে ইরানএবং ইসলাম বিষয়ক গবেষক এবং উৎসাহীদের একটি নেটওয়ার্ক তৈরি করা।

 

. বিষয় পরিধি:

ইসলামিক স্টাডিজএর অন্তর্ভূক্ত বিষয়সমূহ: যে কোন সমগ্র,শিয়া স্টাডিজ, কুরআন স্টাডিজ এবং নবী (স) এবং আহলে বাইতের সুন্নাহ সম্পর্কিত অধ্যয়ন, নবুওয়াত, ইমামতি এবং আউলিয়াত, ইসলামি দর্শন এবং ধর্মতত্ত্ব, ইসলামি ইতিহাস, ইসলামিনীতিশাস্ত্র এবং রহস্যবাদ, ইসলামিআইনশাস্ত্র এবং আইন, ইসলামিশিল্প ও স্থাপত্য,ইসলামিব্যক্তিত্ব,ইসলামের সমসাময়িক অধ্যয়ন, ইসলাম ও সমাজ, ইসলাম এবং আজকের বিশ্বের জীবন, ইসলামিক পরিচয়, ইসলামে নারী ও পরিবার ইত্যাদি।

ইরান স্টাডিজএর অন্তর্ভূক্ত বিষয়সমূহ:যে কোন সমগ্র, ফারসি ভাষা ও সাহিত্য, ইরানি শিল্প ও স্থাপত্য, নৃতত্ত্ব এবং নৃতত্ত্ব, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইরানের ইসলামি বিপ্লব, ইরানের বিজ্ঞানের ইতিহাস, বিভিন্ন যুগে ইরানের ইতিহাস ও সভ্যতা, বিশিষ্ট ইরানি ব্যক্তিত্ব, ইরানি জনগণ, ইরানি আচার-অনুষ্ঠান, রীতিনীতি ইত্যাদি।

. প্রকাশনা জমাযাচাইবিজয়ী ঘোষণাপুরস্কার এবং বিজয়ীদের জন্য সুযোগ

১. উপমহাদেশীয় অঞ্চলে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি অফিস কর্তৃক২০২২ এবং ২০২৩ সালে প্রকাশিত বই সংগ্রহ করা এবং তেহরানে পাঠানো (হার্ডকপি বা ই-সংস্করণের বৈধ কপি)।সময়: ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত

২. ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত তেহরানে অবস্থিতপুরস্কারকমিটির অফিসেপ্রেরিত বইসমূহের যাচাই ও মূল্যায়ন

৩. বিজয়ী এবং নির্বাচিতদেরকে তাদের নিজ দেশে অবস্থিত ইরান সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক পুরস্কার প্রদান (লেখকের নির্বাচিত বইয়ের প্রদর্শনীসহএকটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে)

৪. নির্বাচিত বইসমূহ তেহরানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওয়ার্ল্ড বুক অফ দ্য ইয়ারপুরস্কারের বিচার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে

৫. প্রতি বছর এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত তেহরান আন্তর্জাতিক বই মেলায় পুরস্কার বিজয়ীদের উপস্থিতি এবং মেলার পার্শ্ব কর্মসূচির তালিকায় তাদের প্রকাশনার পরিচতিমূলক অনুষ্ঠান ও মোড়ক উন্মোচন।

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত কালচারাল কাউন্সেলর জনাব সৈয়দ রেজা মীর মোহাম্মদীর অনুমতিক্রমেএই আহ্বানপত্রটি পাঠানো হলো। ২০২২ ও ২০২৩ সালের মধ্যে ‘ইরান স্টাডিজ’ এবং ‘ইসলামিক স্টাডিজ’বিষয়ক যে কোন গবেষণামূলক প্রকাশনা থাকলে, সেটি সম্পর্কে আগামী ২০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে আমাদেরকে অবহিত করতে আন্তরিক অনুরোধ জানাচ্ছি।***

 

তানজিনা বিনতে নূর

গবেষণা ও শিক্ষা কর্মকর্তা

ইরান সাংস্কৃতিক কেন্দ্র

ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাস, ঢাকা-বাংলাদেশ

যোগাযোগ: ০১৮৬৪-০০০১৬০; মেইল: tanjinabnur88@gmail.com

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: