• Sep 4 2024 - 17:39
  • 33
  • : Less than one minute

ইরানের ৫ মাসে ২২ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত রপ্তানি

ইরানের চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম পাঁচ মাসে (২১ মার্চ থেকে যা শুরু হয়েছে) তেল বহির্ভূত পণ্যের রপ্তানি ২১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

ইরানের চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম পাঁচ মাসে (২১ মার্চ থেকে যা শুরু হয়েছে) তেল বহির্ভূত পণ্যের রপ্তানি ২১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রেসিডেন্ট মোহাম্মদ রেজভানিফার এই তথ্য জানান।

তিনি জানান, উল্লিখিত সময়ে দেশের তেলবহির্ভূত পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। তিনি আরও বলেন, দেশ থেকে ৬০ দশমিক ৫ মিলিয়ন টন তেল বহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি।

২১ মার্চ থেকে ২২ আগস্ট এর মধ্যে অপরিশোধিত এবং জ্বালানী তেলের রপ্তানি সম্পর্কে রেজভানিফার বলেন, এই সময়ের মধ্যে ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল এবং জ্বালানী তেল রপ্তানি করা হয়। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: