• Dec 31 2023 - 10:15
  • 40
  • : Less than one minute

ইরানের ১১শ প্রতিষ্ঠান চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করে

ইরানে চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি প্রস্তুতকারী কোম্পানির সংখ্যা ১১শতে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির শিল্প, খনি এবং শিল্প বিষয়ক বাণিজ্য উপমন্ত্রী মোহাম্মদ মুসাভি।

ইরানে চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি প্রস্তুতকারী কোম্পানির সংখ্যা ১১শতে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির শিল্প, খনি এবং শিল্প বিষয়ক বাণিজ্য উপমন্ত্রী মোহাম্মদ মুসাভি।
 
তিনি বলেন, এসব কোম্পানির উৎপাদিত শতাধিক চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রপাতি প্রয়োজনীয় ইউরোপীয় মান বাস্তবায়ন করে থাকে।
 
তিনি বলেন, দক্ষ দেশীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক মান বজায় রেখে চিকিৎসা-সংশ্লিষ্ট সরঞ্জাম তৈরির উচ্চ সক্ষমতা অর্জন করেছে।
 
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইন্দোনেশিয়া সফরের পরে ইরানি কোম্পানিগুলি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে একটি সার্জারি রোবট রপ্তানি করেছে বলে তিনি জানান। এছাড়া ইরানি কোম্পানিগুলি অন্যান্য দেশেও উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রপাতি রপ্তানি করতে সক্ষম। সূত্র: মেহর নিউজ
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: