• Nov 30 2023 - 09:59
  • 51
  • : Less than one minute

ইরানের ১০ বছরের মধ্যে গ্যাস মজুদ সর্বোচ্চ

ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম আট মাসে দেশটির স্টোরেজ সুবিধায় তিন বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস মজুত করা হয়েছে।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম আট মাসে দেশটির স্টোরেজ সুবিধায় তিন বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস মজুত করা হয়েছে।
 
খোজাস্তে-মেহের বলেন, উল্লিখিত গ্যাস শীত মৌসুমে জাতীয় নেটওয়ার্কে প্রবেশ করানো হবে।
 
ইরানি এই কর্মকর্তা আরও জানান, এই রেকর্ড প্রমাণ করে অতীতের তুলনায় সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন বর্তমান ধারা অব্যাহত থাকলে শীতকালে গ্যাসের অভাব সংশ্লিষ্ট সমস্যার কিছুটা সমাধান হবে। সূত্র: মেহর নিউজ
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: