• Aug 18 2024 - 17:38
  • 14
  • : Less than one minute

ইরানের হস্তশিল্প রপ্তানি ৫৩ শতাংশ বেড়েছে

চলতি ফারসি বছরের প্রথম তিন মাসে (২০ মার্চ থেকে যা শুরু হয়েছে) ইরানের হস্তশিল্প রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি ফারসি বছরের প্রথম তিন মাসে (২০ মার্চ থেকে যা শুরু হয়েছে) ইরানের হস্তশিল্প রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময়ে দেশটির হস্তশিল্প পণ্য রপ্তানি ৫৩ শতাংশ বেড়েছে।

রপ্তানির এই প্রবৃদ্ধি শক্তিশালী আন্তর্জাতিক চাহিদার ইঙ্গিত দিচ্ছে। ইরানের একজন জৈষ্ঠ্য কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ফরজাদ ওজানি জানান, এই বছরের প্রথম তিন মাসে ৭৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রায় ২৬ টন হস্তশিল্প রপ্তানি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে ৪৮ দশমিক ৬ মিলিয়ন ডলার এবং ওজনের দিক দিয়ে ১৬ টন বেশি।

ওই কর্মকর্তা আরও জানান, মূল্যের দিক থেকে রপ্তানিতে ইরানের শীর্ষ প্রদেশগুলি ছিল তেহরান, খোরাসান রাজাভি, পশ্চিম আজারবাইজান, কেরমানশাহ এবং ইলাম। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: