• Feb 4 2024 - 15:13
  • 56
  • : Less than one minute

ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি বিস্ময়কর: প্রেসিডেন্ট রায়িসি

আমেরিকাসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতিকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

আমেরিকাসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতিকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে,ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশ সফর করছেন। প্রাদেশিক সফরের দ্বিতীয় দিনে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। ওই প্রদর্শনীতে তিনি বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামরিক ক্ষেত্রে ইরানের অর্জনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

এই প্রদর্শনী মেলার স্লোগান ছিল 'আমরা পারি'। তিনি বলেন: ইরানের সামরিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি এত বিস্ময়কর উচ্চ পর্যায়ে পৌঁছেছে যে শত্রুরা ইরানের বিরুদ্ধে কিছুই করতে সক্ষম নয়।

প্রেসিডেন্ট রায়িসি বলেন: শত্রুরা এখন ইরানের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেওয়ার শক্তি রাখে না। তিনি বলেন: ইরান কখনোই আগবাড়িয়ে যুদ্ধ শুরু করবে না। তবে কোনো জালেম দেশ কিংবা দেশের সেনাবাহিনী যদি যুদ্ধ বাধাতে চায় তাহলে ইরান দাঁতভাঙা জবাব দেবে।

তবে তিনি বলেন: ইরানের এই শক্তিমত্তা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনোরকমের হুমকি তো নয়ই বরং নিরাপত্তা সৃষ্টিকারী। প্রতিবেশী দেশগুলো এই শক্তির ওপর আস্থা রাখতে পারে বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: