ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান পাকিস্তানে এসে কী বলেছেন?
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এই সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থানকে শক্তিশালী করবে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এই সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থানকে শক্তিশালী করবে।
ইরনার উদ্ধৃতি দিয়ে সাহাব নিউজ চ্যানেল জানিয়েছে, মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি রবিবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌছে বলেছেন, আমরা গত এক বছরে এই অঞ্চলে বড় ধরনের কিছু ঘটনা প্রত্যক্ষ করেছি। বিশেষ করে ইরান ও পাকিস্তানের মতো দুটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ পশ্চিম ও দক্ষিণ এশিয়ার স্পর্শকাতর অঞ্চলে অবস্থিত হওয়ায় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ আরো বলেছেন, তেহরান এবং ইসলামাবাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা বজায় রয়েছে এবং এই সফরের মাধ্যমে আমরা আঞ্চলিক নানা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারি যাতে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের মধ্যে সমন্বয় থাকে এবং একসাথে পথ চলতে পারি।
মেজর জেনারেল বাকেরি আরো বলেছেন, তার এই সফরকালে দুদেশের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সামরিক সহযোগিতা জোরদারের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে।
সংবাদ সূত্রে জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনী প্রধানের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইরানের উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দলের নেতৃত্বে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান গতকাল সন্ধ্যায় ইসলামাবাদে গেছেন।
পাকিস্তানে মেজর জেনারেল বাকেরির এটা তৃতীয় সফর।#
পার্সটুডে
.