ইরানের সংবিধানই গাজা ও ফিলিস্তিনের প্রতি সমর্থন নিশ্চিত করেছে: প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, ইরানের সংবিধান অনুযায়ী গাজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়া হচ্ছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, ইরানের সংবিধান অনুযায়ী গাজা ও ফিলিস্তিনকে সমর্থন দেওয়া হচ্ছে। ইসলামি বিপ্লবের প্রথম থেকেই ফিলিস্তিন ইস্যুটি বিপ্লবের প্রধান ইস্যু।
প্রেসিডেন্ট রায়িসি আজ (রোববার) 'সংবিধান বাস্তবায়ন' বিষয়ক দ্বিতীয় সম্মেলনে এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, বর্ণবাদী ইসরাইলের বর্ণ বৈষম্য এবং হত্যা-নির্যাতন এখন সবার কাছেই স্পষ্ট। এ কারণেই সারা বিশ্বের মানুষ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।
রায়িসি বলেন, ফিলিস্তিনের নিরপরাধ শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে তাতে সবার হৃদয়ে কাঁপন সৃষ্টি করেছে। অন্যায়ভাবে ছয় হাজার শিশুকে হত্যা করেছে জালিমেরা। ইহুদিবাদীরা ঐশী প্রতিশোধের শিকার হবে এবং অবৈধ ইহুদিবাদী ইসরাইলের পতন ঘটবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রগতিশীল সংবিধান। ইরানের গর্বের বিষয় হচ্ছে এখানকার প্রতিটি প্রতিষ্ঠান ও সংস্থা মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত। এখানে মানুষের ভোট রাজনৈতিক ও লোকদেখানো কোনো বিষয় নয়।#
পার্সটুডে