• Aug 30 2022 - 14:01
  • 97
  • : Less than one minute

ইরানের মুক্ত বাণিজ্য অঞ্চলে কাজ করছে ৫শ জ্ঞান-ভিত্তিক কোম্পানি

ইরানের মুক্ত অঞ্চলে কৃষি, শিল্প, যান্ত্রিক ডিভাইস, চিকিৎসা সরঞ্জাম এবং আইসিটি ক্ষেত্রে সক্রিয় রয়েছে প্রায় ৫০০ জ্ঞান-ভিত্তিক কোম্পানি।

ইরানের মুক্ত অঞ্চলে কৃষি, শিল্প, যান্ত্রিক ডিভাইস, চিকিৎসা সরঞ্জাম এবং আইসিটি ক্ষেত্রে সক্রিয় রয়েছে প্রায় ৫০০ জ্ঞান-ভিত্তিক কোম্পানি। মুক্ত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুপ্রিম কাউন্সিলের সচিব সাইদ মোহাম্মদ এই তথ্য জানান। খবর ইরনার।তিনি জানান, বর্তমানে ৩৩টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সারা দেশে কাজ করছে।মুক্ত অঞ্চলে উদ্ভাবন বাস্তুতন্ত্রের বিকাশ এবং রপ্তানির সাথে সঙ্গতি রেখে বিজ্ঞান ও প্রযুক্তির ভাইস প্রেসিডেন্সি এবং মুক্ত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুপ্রিম কাউন্সিলের মধ্যে সহযোগিতার একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে।ইরানে কিশ, কেশম, চাবাহার, আনজালি, আরাস, আরভান্দ এবং মাকুসহ সাতটি সক্রিয় মুক্ত অঞ্চল রয়েছে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: