ইরানের মাজান্দারান প্রদেশ থেকেই ৪৫ দেশে পণ্য রপ্তানি, বেড়েছে চাহিদা
ইরানের উত্তরাঞ্চলের মাজানদারান প্রদেশ থেকে গত ১০ মাসে ৪৫টি দেশে ১৪ লাখ ৫১ হাজার টনেরও বেশি পণ্য রপ্তানি হয়েছে।

ইরানের উত্তরাঞ্চলের মাজানদারান প্রদেশ থেকে গত ১০ মাসে ৪৫টি দেশে ১৪ লাখ ৫১ হাজার টনেরও বেশি পণ্য রপ্তানি হয়েছে।
মাজান্দারান প্রদেশের কাস্টমস সুপারভাইজার আমির জামশিদি বলেছেন, গত ১০ মাসে ৪৫টি দেশে মাজান্দারান থেকে পণ্য রপ্তানি হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, প্রদেশটি থেকে রপ্তানির পরিমাণ বেড়েছে। পরিমাপের দিক থেকে গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ এবং আর্থিক মূল্যের দিক থেকে ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যেসব দেশে রপ্তানি হয়েছে সেগুলোর মধ্যে প্রধান কয়েকটি হলো- ইরাকে রপ্তানি হয়েছে প্রায় ১১ কোটি ৮৮ লাখ ডলারের পণ্য, রাশিয়ায় গেছে প্রায় ১১ কোটি ৭২ লাখ ডলারের পণ্য, তুর্কমেনিস্তানে গেছে প্রায় ২ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য, কাজাখস্তানে রপ্তানি হয়েছে প্রায় এক কোটি ৩৫ লাখ ডলারের পণ্য এবং পাকিস্তানে রপ্তানি হয়েছে প্রায় ৯৮ লাখ ডলারের পণ্য।
মাজান্দারান থেকে এই পাঁচটি দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া আরও ৪০টি দেশে মাজান্দারান থেকে পণ্য রপ্তানি হয়েছে।#
পার্সটুডে
.